বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭

কানের পর্দা ফেটে গেলে

kaner porda

বিভিন্ন কারণে কানের পর্দা ফেটে যেতে পারে। যেমন—
 বাতাসের চাপের তারতম্য
 তরল পদার্থের চাপ
 কঠিন বস্তুর আঘাত।
বায়ুচাপের কারণে কানের পর্দা ছিঁড়ে যাওয়ার পেছনে থাকতে পারে—
 কানের ওপরে ঘুষি বা থাপড়ের আঘাত
 বোমা বা পটকার বিস্ফোরণ।
এসব ক্ষেত্রে পর্দার সামনের এবং নিচের দিকের অংশে ক্ষত সৃষ্টি হয়। তরলজনিত পারফোরেশনের কারণ হতে পারে:
 সিরিঞ্জিং
 ক্যালরিক টেস্ট
কঠিন বস্তুর কারণে পর্দা ছিন্ন হতে পারে, যদি বাইরে থেকে কোনো কিছু কানে ঢুকে যায় অথবা সেই ঢুকে পড়া বস্তুকে যদি অপসারণের প্রয়াস না নেওয়া হয়।
চিকিৎসা: বেশির ভাগ ক্ষেত্রে কানের পর্দা এমনি এমনি জোড়া লেগে যায়। চিকিৎসার তেমন কোনো কিছু প্রয়োজন হয় না। চিকিৎসার প্রয়োজন হয়, যদি:
 টিস্যু নষ্ট হয়ে থাকে
 পরবর্তী সময়ে সংক্রমণ সৃষ্টি হয়।
অপারেশনের মাধ্যমে কানের পর্দা জোড়া লাগানো যায়।
পারফোরেশন ছাড়া কানে আঘাত থেকে সৃষ্টি হতে পারে:
 হাড়ের বিচ্যুতি
 অন্তঃকর্ণের ক্ষতি
 শোঁ শোঁ শব্দ
 ফেসিয়াল নার্ভের ক্ষতি।
চিকিৎসককে নিজে থেকেও ছুরি চালাতে হয় কানের পর্দায়, যখন তিনি মাইরিংগোটমি অপারেশন করেন। মধ্যকর্ণের প্রদাহ এবং পানি জমে গিয়ে শ্রুতি-স্বল্পতা প্রতিরোধের জন্য ওই চিকিৎসা তো করাই হয়। সেই ছিদ্রকে নির্দিষ্ট সময়কাল সচল রাখার জন্য গ্রমেট নামের ছোট বায়ু-বোতাম বসিয়ে দেন অটোলজিস্টরা। কিন্তু যেনতেন কারণে কানের পর্দা ফেটে গেলে আমরা পরিতাপ না করে পারি না।
পর্দার ক্ষত ১০ শতাংশ ক্ষেত্রে জোড়া লাগে না এবং আর পাঁচজন কানপাকা রোগীর মতো ভাগ্য বরণ করতে হয়। সামাজিক অস্থিরতার কারণে, অসচেতনতার কারণে শারীরিক শাস্তি দেওয়ার যে প্রবণতা আমাদের চারপাশে, পরিবারে ও সমাজে, এ কারণে কানের পর্দা ফেটে যাওয়ার সংখ্যা নেহাত কম নয়।
মিরাজ আহমেদ
নাক-কান-গলা বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ১২, ২০১২

1 টি মন্তব্য: