বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭

কানের শোঁ শোঁ শব্দ

sho sho shobdo

অনেক সময় কানে শোঁ শোঁ শব্দ হয়ে থাকে। যেকোনো বয়সেই এমন সমস্যা দেখা দিতে পারে। শব্দ হঠাৎ করে আসে, আবার অনেক সময় চলেও যায়। কারও কারও ক্ষেত্রে এটি স্থায়ী হয়ে যায়। যা বেশ যন্ত্রণাদায়ক।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান খবিরউদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন শারীরিক অসুস্থতা বা বার্ধক্যজনিত কারণে এই সমস্যা হতে পারে। যাই হোক, সময়মতো সঠিক চিকিৎসা বা চিকিৎসকের পরামর্শ নিলে এমন বিরক্তিকর অবস্থা থেকে মুক্তি পাওয়া যায়।
কেন হয় এই শব্দ
কারণগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। কানের সমস্যার কারণে ও অন্যান্য শারীরিক সমস্যার কারণেও কানে শোঁ শোঁ শব্দ হতে পারে।কানের সমস্যাগুলো
l কানে ময়লা জমলে
l বহিঃকর্ণে কোনো বস্তু আটকে গেলে
l মধ্যঃকর্ণে কফ জমে গেলে
l কানের পর্দা ফেটে গেলে
l কানে প্রদাহের সৃষ্টি হলে
l মধ্যঃকর্ণের অস্থিগুলো নড়াচড়া না করলে
l অন্তঃকর্ণের চাপ বৃদ্ধি পেলে
l শ্রবণ-সংক্রান্ত স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে কানের জন্য ক্ষতিকর ওষুধ দীর্ঘদিন খেলে
অন্যান্য সাধারণ সমস্যা
l ৬০ বছরের বেশি বয়স হলে
l শরীরে রক্তশূন্যতা দেখা দিলে
l দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকলে
l মানসিক অস্থিরতার কারণে হতে পারে
l কিছু কিছু ভাইরাসজনিত সংক্রমণের কারণেও হতে পারে
লক্ষণ
l কানে কম শোনা
l মাথা ঘোরানো
l কান বন্ধ লাগা ভাব ইত্যাদি
প্রতিকার ও চিকিৎসা
l যেকোনো কিছু দিয়ে কানের ময়লা পরিষ্কার করা যাবে না
l প্রদাহ ও পর্দা ফেটে গেলে সঠিক সময়ে সঠিক চিকিৎসা করাতে হবে
l অনেক সময় শল্যচিকিৎসার প্রয়োজন হতে পারে
l স্নায়ু সমস্যায় শ্রবণযন্ত্র বা টিনিটাস মাসকার ব্যবহার করলে শোঁ শোঁ শব্দ ভালো হয়ে যায়
l কিছু কিছু ওষুধ প্রয়োগেও কানের শোঁ শোঁ শব্দ কমে যায়
l রিলাক্সেশন থেরাপি বা যোগব্যায়ামের মাধ্যমেও শোঁ শোঁ শব্দ কমে।
শরিফুল ইসলাম
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ২৩, ২০১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন